চিটাগাং উইম্যান চেম্বারের (সিডব্লিউসিসিআই) উদ্যোগে ওএসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় ২৮ জানুয়ারি থেকে ৫ দিনব্যাপী ‘ব্লক–বাটিক এন্ড হ্যান্ডপেইন্ট’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান চেম্বারের সেমিনার হলে অনুষ্ঠিত হয়।চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে কোর্সের শুরুতে ট্রেনিং কমিটির চেয়ারপার্সন আইভি হাসান স্বাগত বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রশিক্ষণের ধারণাকে কাজে লাগিয়ে ভবিষ্যত পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন। তিনি বলেন, প্রথমে ক্ষুদ্র আকারে শুরু করে পরবর্তীতে সামনে এগিয়ে যেতে হবে। সভাপতির বক্তব্যে আবিদা মোস্তফা বলেন, সামনে এগিয়ে যেতে প্রশিক্ষণের বিকল্প নেই। আমরা যত প্রশিক্ষণ নিব তত বেশি শিখবো। এ প্রশিক্ষণগুলো করার মাধ্যমে আপনাদের দক্ষতা বৃদ্ধি হবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি সাধন করতে পারবেন। প্রশিক্ষণে অর্জিত ধারণাকে কাজে লাগাতে তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহবান জানান। ভাইস প্রেসিডেন্ট সীমা খাতুন তার বক্তব্যে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের পাশাপাশি ব্যবসা পরিচালনা করার সার্বিক ধারণা অর্জন করতে পারবেন। তিনি বলেন ব্যবসা শহর কেন্দ্রিক না থেকে শহরের বাইরে সম্প্রসারণের জন্য যেন কাজ করতে হবে। উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট শামীম মোরশেদ, বিজনেস ইনকিউবেশন সেন্টারের চেয়ারপার্সন লুৎমিলা ফরিদ, পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি এবং সদস্য ফাতেমা বাদশা। শেষে ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।