‘উইমেন’ শব্দের সংজ্ঞা পরিবর্তন করল অক্সফোর্ড ডিকশনারি

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২০ at ৪:২৭ পূর্বাহ্ণ

‘উইমেন’ (নারী) শব্দের সংজ্ঞা পরিবর্তন করেছে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। ৩৪ হাজারের বেশি মানুষের স্বাক্ষরে করা এক পিটিশনের পরিপ্রেক্ষিতে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে গার্ডিয়ান পত্রিকা। উইমেন শব্দের সংজ্ঞায় ইংরেজি প্রতিশব্দে বেশ কিছু যৌনতা, বৈষম্যমূলক ও অপমানসূচক শব্দ ছিল। এ বিষয়ে গত বছর মারিয়া বিট্রিস জিওভানার্দি নামের এক নারী অনলাইন পিটিশন চালু করেন। পিটিশনে অক্সফোর্ড ডিকশনারির উইমেন এর সংজ্ঞা-প্রতিশব্দে ব্যবহৃত আপত্তিকর শব্দ বাদ দেওয়ার দাবি তোলা হয়। ব্যাপক পর্যালোচনার পর এই পরিবর্তন বাস্তবায়ন করা হয়েছে বলে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের এক মুখপাত্র জানিয়েছেন। খবর বাংলানিউজের। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির হালনাগাদ সংজ্ঞায় বলা হয়েছে, উইমেন বা একজন নারী একজনের স্ত্রীবান্ধবী বা নারী প্রেমিকা হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধঅবিলম্বে মীর নাছিরকে মুক্তি দিন : খসরু
পরবর্তী নিবন্ধলামায় দেড়শ পেঁপে গাছ কাটল দুর্বৃত্তরা