উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব হবে নেপালে

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ১১:১৯ পূর্বাহ্ণ

উইমেন’স টিটোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজনের দায়িত্ব পেয়েছে নেপাল। আগামী বছরের শুরুতে এশিয়ার দেশটির দুটি মাঠে হবে ১০ দলের এই প্রতিযোগিতা। বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি গতকাল বৃহস্পতিবার নেপালকে ২০২৬ উইমেন’স টিটোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের আয়োজক হিসেবে ঘোষণা করে। আগামী ১২ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি শেষ হবে টুর্নামেন্টটি। কাঠমান্ডুর লোয়ার মুলপানি ও আপার মুলপানি ক্রিকেট স্টেডিয়ামে হবে পুরো আসর। পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করেনি আইসিসি। বিশ্বকাপের মূল পর্বের চারটি জায়গায় জন্য লড়াই করবে দলগুলো। ২০২৬ সালের জুনজুলাইয়ে অনুষ্ঠিত হবে নারীদের টিটোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। এরই মধ্যে বাছাইপর্বে খেলার টিকেট নিশ্চিত করেছে পাঁচটি দল। ২০২৪ টিটোয়েন্টি বিশ্বকাপে খেলা বাংলাদেশ ও আয়ারল্যান্ড সরাসরি জায়গা পেয়েছে বাছাইয়ে। এশিয়া অঞ্চলের বাছাই পেরিয়ে এসেছে থাইল্যান্ড ও স্বাগতিক নেপাল। আর আমেরিকান অঞ্চল থেকে বাছাই খেলবে যুক্তরাষ্ট্র।

বাছাইপর্বের বাকি পাঁচ দলের দুটি করে আসবে আফ্রিকা ও ইউরোপ অঞ্চলের বাছাই থেকে। আর ইস্টএশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে বাছাইয়ে জায়গা করে নেবে একটি দল। বাছাইপর্বে ১০ দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে তিনটি দল যাবে পরের ধাপে। সুপার সিঙ রাউন্ড শেষে হবে ফাইনাল। প্রথমবারের মতো ১২ দল নিয়ে হবে ২০২৬ সালের টিটোয়েন্টি বিশ্বকাপ। গত বছরের বিশ্বকাপে অংশ নিয়েছিল ১০টি দল। দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল নিউজিল্যান্ড।

পূর্ববর্তী নিবন্ধওয়ার্ল্ড বীচ চুকবল চ্যাম্পিয়নশিপে ভাল খেলার প্রত্যাশা বাংলাদেশের
পরবর্তী নিবন্ধকোচ সালাউদ্দিনের চুক্তির মেয়াদের সঙ্গে বেতনও বেড়েছে