টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবির মধ্যেও ব্যাট ও বল হাতে উজ্জ্বল ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি বছরে তার পারফরম্যান্স কোনো অংশে কম ছিল না। যে কারণে বিশ্বসেরা এ অলরাউন্ডার জায়গা করে নিয়েছেন ‘ক্রিকেটের বাইবেল’ খ্যাত উইজডেনের ওয়ানডে ফরম্যাটের বিশ্বসেরা একাদশে। ইংলিশ ম্যাগাজিন উইজডেনের লেখক কর্তৃক বাছাই করে সেরা ক্রিকেটার নিয়ে এই একাদশ তৈরি করা হয়। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে রাখা হয়েছে ছয় নম্বর অবস্থানে।
একনজরে উইজডেনের বিশ্বসেরা ওয়ানডে দল: রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, বিরাট কোহলি, বাবর আজম, লোকেশ রাহুল, সাকিব আল হাসান, ক্রিস ওকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম জাম্পা, জাসপ্রিত বুমরাহ।











