উইজডেনের চোখে সেরা ৫ ইনিংস

| মঙ্গলবার , ২১ নভেম্বর, ২০২৩ at ৭:৩০ পূর্বাহ্ণ

৪৮ ম্যাচের বিশ্বকাপে বেশকিছু দুর্দান্ত ইনিংসের দেখা মিলেছে। তার মধ্যে ফাইনাল ম্যাচে অন্যতম দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। এবারের বিশ্বকাপের ৫টি ইনিংসকে সেরা বলে ঘোষণা করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিন উইজডেন। উইজডেনের চোখে বিশ্বকাপের সেরা ইনিংসগুলো হচ্ছে: গ্লেন ম্যাঙওয়েল (১২৪ বলে ২০১*), ট্রাভিস হেড (১২০ বলে ১৩৭), ডেভিড মিলার (১১৬ বলে ১০১), ফখর জামান (৮১ বলে ১২৬), রহমানুল্লাহ গুরবাজ (৫৭ বলে ৮০)

পূর্ববর্তী নিবন্ধআসাদ চৌধুরী ছিলেন কবিতার বড় এক সাধক
পরবর্তী নিবন্ধপাইওনিয়ার ফুটবল লিগে নানুপুর ও ফতেয়াবাদের জয়