বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শেষে শহিদ আফ্রিদি শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট প্রসঙ্গে কথা বলেছেন। তার মতে, এই ধরনের উইকেটে খেলে বাংলাদেশের উন্নতি সম্ভব নয়। তিনটি ম্যাচে ব্যাটারদের দুর্দশার জন্য উইকেটকেই দায় দিচ্ছেন আফ্রিদি। সাবেক এই অলরাউন্ডার টুইটারে বললেন, উইকেট নিয়ে ভাবতে হবে বাংলাদেশকে। ‘বাংলাদেশের গভীর উপলব্ধি প্রয়োজন, তারা কি এই ধরনের পিচে খেলে জিততে চায় এবং দেশের বাইরে ও বিশ্বকাপে মলিন পারফরম্যান্স দিতে চায়? তাদের প্রতিভা আছে অনেক, খেলাটির প্রতি আবেগ তীব্র। কিন্তু উন্নতি করতে হলে ভালো পিচের প্রয়োজন জরুরিভাবে।’