উইকন প্রপার্টিজ-লংকাবাংলা ফাইন্যান্সের এমওইউ স্বাক্ষরিত

| মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৭:৫৭ পূর্বাহ্ণ

করপোরেট প্রতিষ্ঠান পিটুপির সিস্টার কনসার্ন উইকন প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার পিটুপির কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। পিটুপির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা আশরাফুল ইসলাম আলভী ও লংকাবাংলার পক্ষে সিনিয়র এক্সকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল ফাইন্যান্স খুরশেদ আলম চুক্তিতে স্বাক্ষর করেন।এ চুক্তির ফলে উইকন প্রপার্টিজের গ্রাহকেরা মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ প্রসেসিং ফি দিয়ে ৩০ বছর মেয়াদে ১০ কোটি টাকা পর্যন্ত হোম লোন পাবেন। এ ছাড়া লংকাবাংলা ফাইন্যান্সের কার্ড হোল্ডাররা পিটুপির প্রিমিয়াম ক্লদিং ব্র্যান্ড স্ট্রাইপ, পিটুপি ফার্নিচার এবং পিটুপি এক্সপেরিয়েন্স সেন্টারে ২৪ মাসের ইএমআই সুবিধা এবং ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এ সময় উপস্থিত ছিলেন পিটুপির পরিচালক স্থপতি মেহেদী ইফতেখার, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ফাহিম, গ্রুপ এজিএম রামেন দাশ গুপ্ত, উইকন প্রপার্টিজের সিনিয়র ব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ মাসুদ চৌধুরী এবং ব্যবস্থাপক (পিআর) সৈয়দ রিদওয়ান উর রহমান, লংকাবাংলা ফাইন্যান্সের এসএভিপি অ্যান্ড এরিয়া হেড চট্টগ্রাম সাজ্জাদ মোহাম্মদ চৌধুরী, এসএভিপি অ্যান্ড হেড অব সিডিএ এভিনিউ ব্রাঞ্চ মোহাম্মদ জুবায়ের খান, রিলেশনশিপ ম্যানেজার মোহাম্মদ রাশেদুল আলম। নির্মাণশিল্পের সবকিছু একই ছাদের নিচে এনে ২০১৯ সালে যাত্রা শুরু করে পিটুপির অঙ্গ প্রতিষ্ঠান উইকন প্রপার্টিজ। উইকনের রয়েছে নিজস্ব ডিজাইন ও নিজস্ব কনস্ট্রাকশন টিম। আছে নিজস্ব রড, সিমেন্ট, ব্রিকস, রেডি মিক্সের মতো কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডা. মিজানুরের উপর হামলাকারীর শাস্তি দাবি
পরবর্তী নিবন্ধসিলেটে বানভাসীদের পাশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন