কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে, ভারতের নন্দিত আবৃত্তি শিল্পী ঈশিতা দাস অধিকারীর একক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির ফেলো উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক (ক্যাপ্টেন) ওস্তাদ আজিজুল ইসলাম। অনুষ্ঠানে সংগীতে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফরিদা করিম এবং বিশিষ্ট সংগীতজ্ঞ মো. ইব্রাহিম হোসেনকে আজীবন সন্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন স্বরধ্বনি আবৃত্তি সংসদ ও বোধন আবৃত্তি পরিষদের বাচিকশিল্পীবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা কবি শুক্কুর চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা কবি সুমন রহমান, সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কবি অরূপ কুমার বড়ুয়া। সার্বিক সহযোগিতায় ছিলেন কবি দুর্জয় পাল, কবি নান্টু বড়ুয়া প্রমুখ। উপস্থাপনায় ছিলেন আবৃত্তি শিল্পী সোমা মুৎসুদ্দি। অনুষ্ঠানে কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, বাচিক শিল্পীসহ প্রায় দুই শতাধিক সাহিত্যানুরাগী দর্শক উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।