ঈশা খাঁ ঘাটির মসজিদে বোমা হামলা মামলার রায় ১৭ আগস্ট

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ৬:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের নৌবাহিনীর ঈশা খাঁ ঘাটির মসজিদে বোমা বিস্ফোরণের মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। গতকাল সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম এ যুক্তিতর্ক কার্যক্রম শেষ ঘোষণা করেন। এক পর্যায়ে রায় ঘোষণার জন্য ১৭ আগস্ট দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালের পিপি মনোরঞ্জন দাশ আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, যুক্তিতর্ক শুনানির আগে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। মামলার আসামি সংখ্যা মোট পাঁচজন। এর মধ্যে চারজন কারাগারে রয়েছেন। বাকী একজন ঘটনার পর থেকে পলাতক।

ট্রাইব্যুনাল সূত্র জানা যায়, ২০১৫ সালের ১৮ ডিসেম্বর জুমার নামাজের পর ঈশা খাঁ ঘাটির ভেতরের দুটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটে। এতে সামরিক বেসামরিক মিলিয়ে মোট ২৪ জন আহত হন। এ ঘটনায় ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর নেভাল প্রভোস্ট মার্শাল কমান্ডার এম আবু সাঈদ সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইনে ইপিজেড থানায় মামলাটি করেন।

এরপর ২০১৭ সালের ১৫ অক্টোবর ৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে ইপিজেড থানার পরিদর্শক মুহাম্মদ ওসমান গণি। আসামিরা হলেন নৌবাহিনীর সাবেক সদস্য এম সাখাওয়াত হোসেন (পলাতক), বলকিপার আবদুল মান্নান, রমজান আলী, বাবুল রহমান ওরফে রনি ও আব্দুল মান্নানের বড় ভাই জেএমবি সদস্য আব্দুল গাফ্‌ফার।

পূর্ববর্তী নিবন্ধমহাসড়কে টায়ার জ্বালিয়ে পদবঞ্চিতদের অবরোধ
পরবর্তী নিবন্ধইতিবাচক ধারায় শুরু রাজস্ব আদায়