ঈদ সামনে রেখে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার : কাদের

আজাদী অনলাইন | শনিবার , ১ মে, ২০২১ at ১:৩১ অপরাহ্ণ

আসন্ন ঈদকে সামনে রেখে সরকার গণপরিবহন চালুর চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বিক্ষোভে না গিয়ে পরিবহন মালিক, শ্রমিকদের ধৈর্য্য ধরারও আহ্বান জানান।

শনিবার (১ মে) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে নিয়মিত প্রেস ব্রিফংয়ে এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, লকডাউনের পর জনস্বার্থের কথা বিবেচনায় রেখে এবং ঈদকে সামনে রেখে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তা-ভাবনা করছে সরকার।-বাংলানিউজ

তিনি বলেন, আন্দোলন, বিক্ষোভে না গিয়ে পরিবহন মালিক-শ্রমিকদের ধৈর্য্য ধরার আহ্বান জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ৪ মৃত্যু, নতুন শনাক্ত ১৮৫
পরবর্তী নিবন্ধপতেঙ্গা থানা ছাত্রলীগের ইফতার বিতরণ