ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভালোবাসার মিলন। বছরের পর বছর অপেক্ষা, হাজার ব্যস্ততার ফাঁকে একটুখানি স্বস্তি খুঁজে পাওয়ার আশায়, প্রিয়জনের সান্নিধ্যে ছুটে চলার এক অবিচল প্রয়াস। জীবিকার প্রয়োজনে দেশের নানা প্রান্তের মানুষ ঢাকাসহ বড় শহরে বসবাস করলেও, উৎসবের এই দিনে সবাই ছুটে চলে শেকড়ের টানে, নাড়ির বন্ধনে। কিন্তু এ বাড়ি ফেরার আনন্দের পাশাপাশি থাকে উদ্বেগ, উৎকণ্ঠা আর এক অদ্ভুত অনিশ্চয়তা নিরাপদে পৌঁছানো যাবে তো? যে পথ ছয় ঘণ্টার, সেখানে কতটা সময় লাগবে? পথে দুর্ঘটনা, হয়রানি, ট্রাফিক জ্যাম, অতিরিক্ত যাত্রী চাপ। সব মিলিয়ে যাত্রা যেন এক যুদ্ধের নাম! প্রতিবছরই ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মানুষের ব্যস্ততা বাড়ে। কিন্তু যাতায়াত ব্যবস্থার নাজুক পরিস্থিতি বাড়ি ফেরা মানুষের আনন্দকে ম্লান করে দেয়।
দুর্ঘটনা এড়াতে চালকদের দায়িত্বশীলতা, যাত্রীদের নিয়ম মেনে চলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতা প্রয়োজন। আমাদের সবার দায়িত্ববোধ জাগ্রত হলে, প্রশাসন কঠোর হলে, এবং যাত্রীদের সচেতনতা বাড়লে, হয়তো একদিন ঈদযাত্রা হবে আনন্দময় ও নিরাপদ। ঈদ হোক আনন্দের, ঈদ হোক নিরাপদ।
স্মৃতিতে থাকুক ভালোবাসা, না থাকুক কোনো দুঃখের ছাপ।
সফিউল ইসলাম
শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ, ফেনী