ঈদ ম্যাগাজিন ‘অন্যরকম ঈদ’

| শুক্রবার , ২৯ এপ্রিল, ২০২২ at ১০:২১ পূর্বাহ্ণ

 

সুস্থধারার তথ্য ও বিনোদনমূলক ঈদ ম্যাগাজিন ‘অন্যরকম ঈদ’। বৈশাখী টিভিতে প্রচার হবে ঈদের ৭ দিন বিকাল ৫টা ১৫ মিনিটে। এছাড়াও ঈদের আগের দিন চাঁদ রাতে রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ‘অন্যরকম ঈদ’ ম্যাগাজিনের বিশেষ পর্ব। পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা এইচ এম বরকতুল্লাহ। একটি বিশেষ স্কিডে অংশ নিবেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, শফিক খান দিলু, হায়দার আলী ও শাহীন খান।

 

ঈদের ৭ দিনই সমাজ সচেতনতামূলক বিভিন্ন স্কিডে অংশ নেবেন অভিনেতা শফিক খান দিলু, কাজল, জিল্লুর, আবদুল আজীজ, হান্নান শেলী, আশরাফ কবির, লিটন খন্দকারসহ অনেকেই।

পূর্ববর্তী নিবন্ধঈদে বিটিভিতে বিশেষ সিসিমপুর
পরবর্তী নিবন্ধসুবাহকে তালাক দিলেন ইলিয়াস