চাঁদের আলোয় খুশির পরী মেলছে রঙিন ডানা।
আমার মনের ইচ্ছে পাখি উড়তে নেই আজ মানা।
ঈদ কী তুমি সুখের পরী সব দুয়ারে যাও ?
সুখ বিলাতে সবার মনের দুয়ার খুলে দাও।
কেমন তোমার ছবিখানা ? সবাই বাসে ভালো।
সব দুয়ারে অকাতরে বিলাও সুখের আলো।
তোমারও কী আছে বুঝি স্বপ্ন সুখের চাবি।
একটি দিনে দাও মিটিয়ে সবার মনের দাবি।
তোমার মত হত যদি ধনীর হৃদয় খানা।
স্বপ্ন সুখের চাবি পেতে থাকতো না আর মানা।
ঈদের পরী সবার হাতে খুশির চাবী দিও।
ঈদ মোবারক সবার কাছে দিও এবং নিও।