ঈদ মানে

আহসানুল হক | বুধবার , ১২ জুন, ২০২৪ at ৮:০৯ পূর্বাহ্ণ

ঈদ মানে তো হাসিখুশি

ঈদ মানে তো সুখ

গলার সাথে গলা মেলানো

বুকের সাথে বুক !

ঈদ মানে তো নয় ভেদাভেদ

এক কাতারে সব

আনন্দ আর হৈহুল্লোড় ও

খুশির কলরব !

ঈদ মানে তো ঘোরাঘুরি

নেই তো বইয়ের পাঠ

বাবা মায়ের নেই তো শাসন

হাতছানি দেয় মাঠ !

মজার মজার খাবার দাবার

হয়না যে তার তুল

মাও কেমন হয় যে উদার

ভুল ধরেনা ভুল !

পূর্ববর্তী নিবন্ধখুশির ডানা মেলে
পরবর্তী নিবন্ধআনন্দের ঈদ