হাজার রকম ব্যস্ততাতেও
চাঁদ রজনী শেষে
ভোর হলে পর ফুল কুঁড়িরা
বলবে হেসে হেসে–
রঙ বাহারি পোশাক পরে
প্রজাপতির মত
এঘর ওঘর ঘুরবো উড়ে
খেলবো ইচ্ছে যত।
কেউ করো না শাসন বারন
কেউ করো না মানা
ঈদ মানে আজ খুশির জোয়ার
আনন্দ একটানা।
ঈদ মানে ঠিক ছোটাছুটি
ঈদ সেলামী আর
বুকের সাথে বুক মেলানোর
সময় চমৎকার।