ঈদ ঘিরে ১২ দিন সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা

| বুধবার , ১৩ মার্চ, ২০২৪ at ৮:২৩ পূর্বাহ্ণ

আসন্ন রোজার ঈদে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ১২ দিন সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ও খোলার সূচিতেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। খবর বিডিনিউজের।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম রোজা থেকে ৬ এপ্রিল পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো সন্ধ্যা ৬টার পরিবর্তে বিকাল ৫টা থেকে বন্ধ থাকবে। আর খুলবে রাত ১১টার পরিবর্তে রাত ১০টায়। ঈদযাত্রার সময় ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের পর ১৯ এপ্রিল থেকে আগের মতো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারের সীমান্তরক্ষীদের ফেরাতে কাজ চলছে : পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধপালিয়ে আসা ১৭৯ জন বিজিবির হেফাজতে