ঈদ কেনাকাটায় ভিড় কম

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ১ মে, ২০২১ at ৭:৩৪ পূর্বাহ্ণ

মীরসরাই সদরসহ বারইয়ারহাট পৌর এলাকা ও বিভিন্ন হাটবাজারে মার্কেটগুলো খোলা থাকা সত্ত্বেও পূর্বের মতো মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। উপজেলার প্রতিষ্ঠানগুলোর মধ্যে মিঠাছরা বাজারের খাজা ক্লথ, আলআমিন, বারইয়ারহাট বাজারের লাকী ক্লথ, গ্রিন টাওয়ার, মসজিদ মার্কেট, মীরসরাইয়ের পান্না, স্কুল মার্কেট, চৌধুরী মার্কেট ইত্যাদিসহ উপজেলার আবুতোরাব, জোরারগঞ্জ ও বড়তাকিয়াসহ অন্যান্য হাটবাজারে দোকানপাট অবাধে খোলা থাকলেও নারী পুরুষের আনাগোনা আগের মতো নেই। বাহারী বস্ত্র বিতানগুলো পসরা সাজিয়ে বসলে ও ঈদের আমেজের মতো কেনাকাটার হিড়িক নেই কোথাও। ঘন্টায় দু-চারজন ক্রেতার দেখা মিলছে কোন কোন দোকানে। গতকাল শুক্রবার সকালে বারইয়ারহাট বাজারে আসা মাস্ক পরিহিত ক্রেতা ফরিদা ইয়াসমিন (৪৫) বলেন, খুব জরুরি কিছু কেনাটাকা করতে এসেছি। পরিবারের সবাইকে নিয়ে আসিনি। আমরা মা – মেয়ে দুজনই বাজারে এসেছি। মীরসরাই সদর বাজারের স্কুল মার্কেটে আসা মলিয়াইশের ক্রেতা হাফিজা আক্তার (৪২) বলেন, বৃদ্ধ বাবার জন্য কাপড় কিনতে এসেছি। তবে এখনো কিছু খামখেয়ালীপনা মানুষের জন্য রয়ে গেছে শংকা, যারা ব্যবহার করছে না মাস্ক। অনেক ক্রেতা বা বিক্রেতাকে ও মাস্ক পরিহিত দেখা যাচ্ছে না। এই বিষয়ে মীরসরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান বলেন, নিজেদের সুরক্ষা নিজেকে করতে হবে। ক্রেতা ও বিক্রেতা সচেতন না হলে আমরা অভিযান চালিয়ে জরিমানা করতে বাধ্য হবো। মীরসরাই থানার ওসি মুজিবুর রহমান বলেন, দিল্লীসহ বিপর্যস্ত দেশগুলোর ভয়াবহ পরিণতি যদি আমাদের দেশে আসে কি অবস্থা হবে আমাদের ভাবুন। সবাই নিজেরা সচেতন হবার আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে শনাক্ত রোগী ১৫ কোটি ছাড়াল
পরবর্তী নিবন্ধজনপ্রিয় হচ্ছে হারভেস্টার মেশিন