পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চট্টগ্রাম নগরীর ৩ হাজার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট।
শুক্রবার (২৮ মার্চ) এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালামের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের বাস্তবায়নে লালদীঘিস্থ সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, রেড ক্রিসেন্ট মানুষের সেবাই কাজ করে। ঈদকে সামনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে তাদের এই প্রয়াস সত্যি প্রশংসার দাবিদার। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরাই শিশুদের বিপথে যাওয়া থেকে রক্ষা করে আসছে বিভিন্ন কার্যক্রমে মধ্য দিয়ে।
চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি গোলাম বাকী মাসুদের সভাপতিত্বে এবং আ.ন.ম তামজিদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ডাক্তার সরোয়ার আলম, চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান, আইসিটি মিডিয়া বিভাগীয় প্রধান তন্ময় বড়ুয়া, স্ব্যাস্থসেবা বিভাগীয় প্রধান হোসাইন মো আছির হামীম, সানাউল্লা ভুবন, নূর নাহার সাইদ প্রমুখ।