ঈদ উপলক্ষে মহাসড়কে ধীরগতি : ভোগান্তির অবসান চাই

| মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ৬:১৩ পূর্বাহ্ণ

ঈদ মানেই আনন্দ, কিন্তু ঈদযাত্রায় ভয়াবহ যানজট এই আনন্দকে অনেকের জন্য দুর্ভোগে পরিণত করে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলো থেকে গ্রামের উদ্দেশে যাত্রা করা লাখো মানুষ দীর্ঘ যানজটে আটকে পড়ে, যা তাদের ঈদের আনন্দ ম্লান করে দেয়। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে প্রচণ্ড ভিড়, মহাসড়কে ধীরগতি ও সড়কের দুরবস্থার কারণে যাত্রীরা সীমাহীন কষ্ট ভোগ করেন। যানজটের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ, মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহনের চলাচল, টোল প্লাজায় ধীরগতি, ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা এবং রাস্তার অবৈধ দখল। এছাড়া, অনেক চালক ট্রাফিক আইন না মানায় সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যা যানজটকে আরও তীব্র করে তোলে। এই সমস্যা সমাধানে প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থা। ঈদের আগে এবং পরে অতিরিক্ত বাস, ট্রেন ও লঞ্চের সংখ্যা বাড়ানো, মহাসড়কের সংস্কার, ডিজিটাল টোল ব্যবস্থা চালু করা এবং ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করা হলে যানজট অনেকাংশে কমানো সম্ভব। পাশাপাশি, যাত্রীরা যদি ধৈর্য ধরে পরিকল্পিতভাবে যাত্রা করেন এবং আইন মেনে চলেন, তবে ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে।

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হলে যানজট নিরসনে সরকার, প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

মোঃ রাশেদুল ইসলাম আকিব

শিক্ষার্থী,

ইসলামিক স্টাডিজ বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পূর্ববর্তী নিবন্ধপঁচিশে মার্চ : পৃথিবীর ইতিহাসে নৃশংসতম গণহত্যা
পরবর্তী নিবন্ধপ্রকৃতি মাঝে