ঈদ উদযাপনের নামে মৃত্যুর কোলে ঝাঁপ দিবেন না : সুজন

| বুধবার , ১২ মে, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

ঈদ উদযাপনের নামে মৃত্যুর কোলে ঝাঁপ না দেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নগরবাসীর প্রতি ঈদ শুভেচ্ছা জানিয়ে তিনি এ অনুরোধ জানান।
এ সময় তিনি বলেন, প্রতিবছর ঈদ উল ফিতরকে কেন্দ্র করে চারিদিকে সাজ সাজ রব লেগে থাকে। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে সরকার গতবছর ঈদ শপিংটাকে নিয়ন্ত্রণ করে। এ বছর ব্যবসায়ীদের গতবারের ক্ষতি পুষিয়ে নেওয়ার অনুরোধে সরকার স্বাস্থ্যবিধি মেনে শপিংমলগুলো একটি নির্দিষ্ট সময়ের জন্য খুলে দেয়। দেখা যাচ্ছে যে, ক্রেতা এবং বিক্রেতাদের অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। এতে করে করোনা সংক্রমণ বৃদ্ধির আশংকা করছেন গবেষকগণ। পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশের জনগণও আজ জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে এক কঠিন সংগ্রামে লিপ্ত রয়েছে। যে সংগ্রাম বেঁচে থাকার সংগ্রাম। তাই এবারের ঈদটি সমগ্র মুসলিম উম্মার কাছে এক বিশেষ গুরুত্ব বহন করছে। ইতিমধ্যে দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে। আমাদের মনে রাখতে হবে বেঁচে থাকাটাই এখন আমাদের সবার জন্য মুখ্য। পরিবারের জন্য হলেও সবাইকে বেঁচে থাকতে হবে। সকলের প্রতি আমার অনুরোধ আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়ায় পাচারকালে ১৮ রোহিঙ্গা উদ্ধার ২ দালাল আটক
পরবর্তী নিবন্ধহালদায় ডিম ছাড়েনি মা মাছ