ঈদোজ্জাহা ওলি মুন্সী | বুধবার , ১২ জুন, ২০২৪ at ৮:০৭ পূর্বাহ্ণ ঈদোজ্জাহা ঈদোজ্জাহা আসলো খুশির ঈদ এই খুশিতে আয়শা ওলির নেইকো চোখে নীদ। বলছে বাবা কিনবে গরু কিন্তু চড়া দাম কোরমা পোলাও ফিরনি পায়েস পাকা লিচু আম। এবার ঈদে নতুন জামা নাহোক আমার গায় কোরবানী দাও গোশত যেন সব মানুষে পায়।