ঈদের ছুটির আগে শ্রমিকদের বোনাস এবং এপ্রিল মাসের অন্তত ১৫ দিনের বেতন পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। গতকাল সোমবার বিজয়নগর শ্রমভবনে এ সংক্রান্ত সভা শেষে তিনি শিল্প কারখানাগুলোর জন্য এ নির্দেশনা দেন। খবর বিডিনিউজের।
সভায় মালিক-শ্রমিক ও সরকারি সংস্থাগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এবং আরএমজি বিষয়ক দ্বিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রম প্রতিমন্ত্রী মালিকদের উদ্দেশ্যে বলেন, ঈদের ছুটির আগে প্রথমে বোনাস পরিশোধ করবেন। তারপর বেতন পরিশোধ করবেন। সর্বশেষ এপ্রিল মাসের অন্তত ১৫ দিনের বেতনও পরিশোধ করতে হবে।
সরকারি ছুটি অনুযায়ী শ্রমিকদের ঈদের ছুটি হবে উল্লেখ করে তিনি বলেন, এর বাইরে মালিক-শ্রমিক প্রতিনিধিরা পারস্পরিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতে ছুটি বাড়াতে পারবেন। কোনো কারখানায় জরুরি রপ্তানি আদেশ থাকলে শ্রমিকদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে ঈদের ছুটিতে কাজ চালিয়ে নেওয়া যাবে বলেও জানান শ্রম প্রতিমন্ত্রী।












