ঈদে মেরাজ শরীফ ও সালাতু সালাম মাহফিল

| সোমবার , ২৭ জানুয়ারি, ২০২৫ at ৯:২৬ পূর্বাহ্ণ

নগরীর চৌমুহনী সিএনজি স্টেশন মোড় প্রাঙ্গণে গতকাল রোববার ঈদে মেরাজ শরীফ ও শানে হযরত খাজাবাবা (🙂 সম্মেলন এবং সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, ইমামে আহলে সুন্নাত হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ।

এতে সভাপতিত্ব করেন হাজী আবু বক্কর। বিশেষ অতিথি ছিলেন, আল্লামা হাফেজ ক্বারী ইলিয়াছ শাহ, আল্লামা কাজি শফিউল আলম শফীনগরী, আল্লামা ছালেহ সুফিয়ান ফরহাদাবাদি আল মাইজভান্ডারি, প্রধান বক্তা ছিলেন আল্লামা মুফতি রেজাউল কাওসার। আরও উপস্থিত ছিলেন, হাফেজ ক্বারী নুরুল্লাহ কাদেরী, মাওলানা হারুনউররশীদ আল কাদেরী, হাফেজ ক্বারী ফরিদুল আলম। আমন্ত্রিত অতিথি ছিলেন, শাহীন হামিদ ইব্রাহীম, আলমগীর কবির, সোহেল মোহাম্মদ ইসলাম, এস.এম সানাউল্লাহ, মোহাম্মদ হাবিব, আব্দুর রহমান মাতাব্বর। এতে প্রধান অতিথি বলেন, জীবনের আসল লক্ষ্যে অভিযাত্রার আলো আওলিয়া কেরাম, জীবনের চুড়ান্ত সাফল্য তাওহীদ রেসালাতের কবুলিয়াতে ধন্য ও নৈকট্যে একাকার জীবন ও খেলাফতে ইসলামের আলোকবর্তিকা আওলিয়া কেরাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেওয়ানহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
পরবর্তী নিবন্ধ‘আজ মীর আহমদ সওদাগরের প্রথম মৃত্যুবার্ষিকী’