সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেছেন, ঈদে মিলাদুন্নবী পালন প্রকৃত নবী প্রেমিকের নিদর্শন। মহানবী (সা.) দুনিয়াবাসীর জন্য দয়া, মানবতা, শান্তি, সাম্য, সৌহার্দ্য, সমপ্রীতি ও ভ্রাতৃত্ববোধের চিরন্তন বিধান পৃথিবীতে নিয়ে আসেন। ১২ রবিউল আউয়াল ঈদ–এ মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হযরত খাজা আবদুল হাকিম শাহ আল মাইজভান্ডারীর (রা.) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত খতমে কোরান, খতমে মাজমুয়ায়ে সালাতে রাসুল ও আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা অছিয়ুর রহমান। দোয়া, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সৈয়্যদ ইউনুস রজভী। আলোচনা করেন নিজামুল আলম, মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, সৈয়দ আবেদ আব্দুল্লাহ মনজুর আলম, মাওলানা ফরিদুল আলম, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা রাশেদুল হক, মাওলানা কামাল উদ্দিন সহ আলেম ওলামাবৃন্দ। পরে মুসল্লীদের মাঝে তবারুক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











