পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে গাউসিয়া কমিটি ৭নং ওয়ার্ডের মতবিনিময় সভা গতকাল সন্ধ্যায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীর আলম সর্দ্দারের সভাপতিত্বে ও মোহাম্মাদ জামাল হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মাদ দস্তগীর আলম। সভায় জামেয়া ময়দানে মাহফিলে আগত মেহমানদের জন্য নাজির পাড়া, খতিবের হাট, মোহাম্মাদপুর, শ্যামলী আবাসিকসহ জামেয়ার আশেপাশে এলাকাবাসীর পক্ষ থেকে সকল ধরনের সেবাসহায়তা প্রদানের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস এম এমদাদ আলী, মনজুর আলম, মুছা খান, হাজী অহিদুল আলম, ডা: আব্দুল মতিন, হাজি ঈসমাইল, জানে আলম, ফয়সাল, নিজাম উদ্দিন, ইউছুপ কোম্পানি, মনির মুন্সি, ছগীর মুন্সি, মুবিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।