ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কর্ণফুলীর চরপাথরঘাটা সৈইন্যার বাড়ি শাহী জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে সৈইন্যার বাড়ি শাহী জামে মসজিদ পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর আয়োজিত এ অনুষ্ঠানে অনেকে অংশ নেন।
এসময় সৈইন্যার বাড়ি শাহী জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি মুনিরুল হকের সভাপতিত্বে মাননীয় আলোচক ছিলেন বাকলিয়া নুর বেগম জামে মসজিদের খতিব হযরতুহাজ্ব মাওলানা মুহাম্মদ ইউচুফ চৌধুরী আলকাদেরী (মু.জি.আ)।
বিশেষ আলোচক ছিলেন, চরলক্ষ্যা হযরত ছিদ্দিক এ আকবর (রাঃ) আল কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ এনামুল হক আলকাদেরী।
বক্তারা বলেন, নবী করিম (সা.) ছিলেন বিশ্বের ত্রাণকর্তা। তিনি না এলে আমরা আজ মুসলিম বলে পরিচয় দিতে পারতাম না। আমরা তার জন্ম ও মৃত্যু দিনে এমন আয়োজন করতে পেরে সৌভাগ্যবান। মহান আল্লাহ আমাদের এই আয়োজন কবুল করুন।
আলোচনা শেষে নবী রাসূলের শানে দোয়া দরুদ ও মোনাজাত করা হয়। পৃথিবীর শুরু থেকে আগত নবী রাসূলসহ যত আওলিয়া এসেছেন, তাদের সবাইকে স্মরণ করা হয়।