ঈদে প্রথমবার ফারহান-তিশা

| মঙ্গলবার , ২৬ এপ্রিল, ২০২২ at ৭:১১ পূর্বাহ্ণ

মুশফিক আর ফারহান এবং তানজিন তিশাকে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। এই দুই তারকা নতুন জুটি হিসেবে ঈদে পর্দায় আসতে যাচ্ছেন। তাদের দু’জনের জুটি বেঁধে অভিনয় উপভোগ করবেন দর্শক, এমনটাই প্রত্যাশা করছেন নির্মাতা জাকারিয়া সৌখিন।

এই নির্মাতা ফারহান ও তিশাকে নিয়ে তৈরি করেছেন ঈদের বিশেষ নাটক ‘ওয়েডিং ক্রাশ’। খবর বাংলানিউজের। প্রথমবার একসঙ্গে কাজ করা প্রসঙ্গে অভিনেতা ফারহান বলেন, যে কোনো নতুন অভিজ্ঞতাই আমি উপভোগ করি। তানজিন তিশার সঙ্গে কাজ করাটাকেও এনজয় করেছি। জাকারিয়া সৌখিন ভাই খুব চমৎকার একটি গল্পে ‘ওয়েডিং ক্রাশ’ নাটকটি তৈরি করেছেন। চরিত্র ও সংলাপগুলো সবার মনে ধরবে আশা করছি।

এ নিয়ে অভিনেত্রী তিশা বলেন, একটি পিওর রোমান্টিক গল্পের নাটক। যার পরিণতি দর্শকের মন ছুঁয়ে যাবে। এ নাটকটি দিয়ে প্রথমবার ফারহানের সঙ্গে কাজ করা হলো। সে এখন খুব ভালো কাজ করছে। আমার বিশ্বাস, দর্শক আমাদেও জুটি ও রসায়ন পছন্দ করবেন।

পূর্ববর্তী নিবন্ধম্যানহাটনে ‘রিকশা গার্ল’র প্রিমিয়ার
পরবর্তী নিবন্ধঅভিনয়ে আসছেন শচিন কন্যা সারা টেন্ডুলকার!