ঈদে পর্যটক বরণে প্রস্তুত রাঙামাটি

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১০:১৪ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৫ দিনের সরকারি ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত রয়েছে রাঙামাটি। এই পাঁচদিনের ছুটিকে কাজে লাগাতে অনেকে আসতে শুরু করেছেন পাহাড় আর অরণ্যের শহর পার্বত্য জেলা রাঙামাটিতে। এরই মধ্যে রাঙামাটির বিভিন্ন হোটেলমোটেলের প্রায় ৭০ ভাগ রুম বুকিং হয়েছে বলে জানিয়েছেন হোটেল মালিকরা।

সরকারি বন্ধ ও ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুরা যান্ত্রিক শহরের একটু ক্লান্তি দূর করতে ছুটে আসবেন পাহাড় হ্রদ ঘেরা পার্বত্য রাঙামাটিতে এমনটাই প্রত্যাশা পর্যটন শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্টদের। রাঙামাটি শহরের বিভিন্ন আবাসিক হোটেল কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত ৬০ ভাগ রুম বুকিং আছে। ঈদের পরদিন থেকে টুরিস্ট আসা বাড়বে। রাঙামাটিতে পর্যটকদের জন্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে পর্যটন ঝুলন্ত সেতু, পুলিশ পলওয়েল পার্ক, রাজবন বিহার, কাপ্তাই হ্রদ, বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি, কাপ্তাইয়ের জুম রোস্তোঁরা, নেভী ক্যাম্প এবং রাঙামাটি শহর থেকে অদুরে পর্যটন স্পট সুভলং ঝর্ণা, রাঙামাটি রাজবন বিহার, আরণ্যক পিকনিক স্পট।

অপরদিকে, মেঘের বাড়ি খ্যাত সাজেকে ঈদ উপলক্ষে পর্যটক সমাগম বাড়বে হবে বলে প্রত্যাশা করছেন রিসোর্ট মালিকরা। তারা জানান, সাজেকের রিসোর্টগুলোতে প্রায় শতভাগ রুম বুকিং আছে।

রাঙামাটি পর্যটন কমপ্লেক্স নির্বহী কর্মকর্তা মো. শোয়েব বলেন, ঈদ উপলক্ষে ঢাকা ট্টগ্রাম থেকে টুরিস্টরা বুকিং দিচ্ছেন। ঈদকে সামনে রেখে মোটেলকে নতুন করে সাজানো হচ্ছে। তিনি বলেন, পর্যটকদের আকর্ষণীয় ঝুলন্ত সেতুকেও নতুনসাজে সজ্জিত করা হচ্ছে। আশা রাখি আগামী ঈদুল ফিতরের ছুটিতে রাঙামাটিতে পর্যটক বাড়বে।

পূর্ববর্তী নিবন্ধঈদের খুশি সবখানে
পরবর্তী নিবন্ধমালয়েশিয়া দূতাবাসের দুই কর্মকর্তা গ্রেপ্তার