ঈদে ‘তুমি আমায় ডেকো’

| মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ১০:৩৯ পূর্বাহ্ণ

ঈদে আসছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী অবন্তী সিঁথি ও হাসান জাহাঙ্গীরের দ্বৈত গান ‘তুমি আমায় ডেকো’। হৃদয় ছোঁয়া কথামালা ও সুরের মিশ্রণে তৈরি গানটি প্রেম, অনুভূতি ও আকাঙ্ক্ষার এক অনন্য প্রকাশ। এন আই বুলবুলের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। গানচিত্রে হাসান জাহাঙ্গীরের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী ববিতা ইসলাম আফিয়া। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা আলামিন হোসাইন। শিল্পী হাসান জাহাঙ্গীর বলেন, রোমান্টিক প্রেমের গান এটি। কথা ও সুরে প্রেম ভরপুর। গানের কথার সঙ্গে সমন্বয় করে নান্দনিক চিত্রায়ন এবং আবেগপূর্ণ পরিবেশনায় মিউজিক ভিডিওটি তৈরি করা হয়েছে। আশা করি গানটি দর্শকশ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে। উল্লেখ্য, হাসান জাহাঙ্গীর দীর্ঘ সময় ধরে গানের পাশাপাশি নাটক এবং আবৃত্তির সাথে জড়িত আছেন। সঙ্গীতপ্রেমীরা মিউজিক ভিডিওটি হাসান জাহাঙ্গীরের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ ঐধংধহ ঔধযধহমরৎ চৎড়ফঁপঃরড়হং এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে উপভোগ করতে পারবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যবধান গড়ে দিতে পারে ছেত্রী-হামজার দ্বৈরথ
পরবর্তী নিবন্ধঈদের ‘ইত্যাদিতে’ তৌসিফ-বুবলীর নাচ