ঈদে ঘরমুখো মানুষের সুষ্ঠু ও নির্বিঘ্ন যাতায়াতের লক্ষ্যে সন্দ্বীপ-চট্টগ্রাম নৌ রুটে এম.ভি আইভি রহমান জাহাজ দিনে দুবার করে যাওয়া-আসা করবে। ঈদের আগে ও পরের ৩ দিন গুপ্তছড়া ঘাট ও কুমিরা ঘাট থেকে দুবার করে ছেড়ে যাবে জাহাজটি। গতকাল রোববার দুপুরে সন্দ্বীপের নৌ যাতায়াত নিয়ে বিআইডব্লিউটিসির সাথে সাধারণ যাত্রীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। বিআইডব্লিউটিসির চট্টগ্রাম সদরঘাট কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে যাত্রীদের পক্ষে উপস্থিত ছিলেন সাংবাদিক সালেহ নোমান, কাজী জিয়া উদ্দিন সোহেল, খাদেমুল ইসলাম, ইকবাল ইবনে মালেক, সাইফুল ইসলাম রাহাদ, কামরুল ইসলাম।
এ সময় উপস্থিত যাত্রীদের দাবির প্রেক্ষিতে ঈদের আগে ও পরের ৩ দিন এম.ভি আইভি রহমান জাহাজ সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট ও চট্টগ্রামের কুমিরা ঘাট থেকে দুবার করে ছেড়ে যাবে বলে নিশ্চিত করেন বিআইডব্লিউটিসির চট্টগ্রামের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) গোপাল চন্দ্র মজুমদার।
এছাড়া শিপে উঠানামায় শিশু, মহিলা ও বয়স্কদের সহায়তা করার জন্য স্কাউট, বিএনসিসি, সিপিপিসহ সেচ্ছাসেবীদের কাজে লাগানোর দাবি জানালে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে এ প্রস্তাব বাস্তবায়নের জন্য আন্তরিকতা প্রকাশ করা হয়। তবে এ মুহূর্তে বিআইডব্লিউটিসির কাছে কোনো সিট্রাক না থাকায় জাহাজে উঠানামার ক্ষেত্রে সন্দ্বীপের যাত্রীদের জন্য এটির ব্যবস্থা করা সম্ভব নয় বলে দুঃখ প্রকাশ করেন উপস্থিত টিসির কর্মকর্তাবৃন্দ।