দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাহবুবুল আলম পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোরবানির পশুর হাটে এবং পরবর্তীতে ঈদোত্তর চামড়া ব্যবসায় প্রচুর পরিমাণ টাকা লেনদেন হবে। এ প্রেক্ষাপটে সর্বপ্রকার নৈরাজ্য রোধ পূর্বক সর্বস্তরের ব্যবসায়ী ও জনগণের জানমালের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক কঠোর নিরাপত্তাবলয় তৈরি করতে হবে। ঈদের আগে-পরে শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিভিন্ন মার্কেট ও অফিস আদালত বন্ধ থাকবে বিধায় এই সময়ে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা বহাল রাখতে হবে।
এ সময় তিনি ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘব ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক, রেল ও নৌ-পথে পর্যাপ্ত হাইওয়ে, রেলওয়ে পুলিশ এবং কোস্টগার্ড নিয়োজিত রাখার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এছাড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ঈদ জামাত ও কোরবানিতে স্বাস্থ্যবিধি মেনে চলা, নির্দিষ্ট জায়গায় পশুর বর্জ্য ফেলা এবং সুষ্ঠু পরিবেশ রক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি কোরবানি উপলক্ষে চেম্বার সদস্য, ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের জনগণের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।