ঈদে চট্টগ্রামের নিরাপত্তা জোরদারে চেম্বার প্রশাসকের আহ্বান

| সোমবার , ২৪ মার্চ, ২০২৫ at ৫:৫৬ পূর্বাহ্ণ

আসন্ন পবিত্র ঈদউলফিতর উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরীসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন চিটাগাং চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা। গতকাল রোববার এক বিবৃতির মাধ্যমে পুলিশ বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংস্থার প্রতি এ আহবান জানান তিনি। এছাড়া ঈদ উপলক্ষ্যে বাজারে নতুন টাকা সরবরাহ না থাকা সত্ত্বেও বিভিন্ন স্থানে নতুন টাকা বিক্রি হচ্ছে। নতুন এ টাকার সঠিকতা যাচাইয়ের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন করার উপর গুরুত্বারোপ করেন চেম্বার প্রশাসক। জনসাধারণের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারী বৃদ্ধির অনুরোধ জানান তিনি। বৃহত্তর চট্টগ্রামের আন্তঃজেলা মহাসড়ক ও নগরীর অভ্যন্তরীণ সড়কসমূহ যানজটমুক্ত রাখা, বাসলঞ্চ টার্মিনালে ভাড়া সহনীয় পর্যায়ে রেখে জনদুর্ভোগ লাঘবে এবং দুর্ঘটনা রোধে লঞ্চট্রেনে অতিরিক্ত যাত্রী বহন থেকে বিরত থাকা ও চালকদের দুর্ঘটনা এড়াতে দ্রুতগতি ও ওভারটেকিং না করার পরামর্শ দেন চেম্বার প্রশাসক।

তিনি ঈদের ছুটিতে শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিভিন্ন মার্কেট ও অফিস আদালত বন্ধ থাকার সময় ডাকাতি, লুটপাট ও অগ্নি দুর্ঘটনা থেকে নিজ নিজ বাসা ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে সচেতনতা সৃষ্টি ও পুলিশি টহল বৃদ্ধি করার আহ্বান জানান। তিনি চেম্বারের সকল সদস্য প্রতিষ্ঠানকে ঈদের পূর্বে শ্রমিক, কর্মকর্তাকর্মচারীদের বেতনবোনাস পরিশোধের অনুরোধ জানান।

চেম্বার প্রশাসক চট্টগ্রামের প্রশাসন, পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যবসায়ী, চেম্বার সদস্য এবং সর্বস্তরের জনগণের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজমি অধিগ্রহণে ধীরগতি, বান্দরবানে পলিটেকনিক স্থাপনে অনিশ্চয়তা
পরবর্তী নিবন্ধগণহত্যার প্রস্তুতি চূড়ান্ত, ঢাকা ছাড়েন পাকিস্তানি নেতারা