ঈদে ইউটিউবে ইত্যাদিকে ছাড়িয়ে গেল যে নাটক

| শুক্রবার , ২৮ এপ্রিল, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

সময়ের সঙ্গে মানুষের ঈদের অনুষ্ঠান দেখার ধরনও গেছে পাল্টে। এখন নির্ধারিত সময়ে টেলিভিশনের সামনে বসে অনুষ্ঠান দেখার চেয়ে নিজের পছন্দমতো সময়ে ইউটিউবেই বেশি অনুষ্ঠান দেখছে সবাই। এবার রোজার ঈদে বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে নাটক ‘বিদেশ’। কয়েক তরুণের বিদেশ যাওয়ার গল্প নিয়ে নির্মিত নাটকটি তিন দিনে ৭২ লাখের বেশি বার দেখা হয়েছে। কাজল আরেফীন অমি পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন মিশু সাব্বির, পলাশ, পারসা ইভানা, শিমুল, পাভেল প্রমুখ। তিন দশকের জনপ্রিয়তা অবশ্য ধরে রেখেছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’।

এবারও অসংখ্য মানুষ দেখেছেন এই অনুষ্ঠানটি। হানিফ সংকেতের পরিচালনায় ম্যাগাজিন অনুষ্ঠানটি রয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ে ২ নম্বরে। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারের পর ফাগুন অডিও ভিশনের ইউটিউব চ্যানেলে এটি প্রচার হয়। তিন দিন ইউটিউবে ৫০ লাখের বেশিবার দেখা হয়েছে ঈদের ইত্যাদি। ইউটিউব ট্রেন্ডিংয়ে ৩ নম্বরে রয়েছে নাটক ‘ঈদ সেলামি’। ঈদের সেলামি নিয়ে মানবিক গল্পে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার। ‘ঈদ সেলামি’র পরেই জায়গা করে নিয়েছে মহিন খানের পরিচালনায় জামাইশ্বশুরের নানা রকম হাস্যরসাত্মক কর্মকাণ্ড নিয়ে নাটক ‘দুষ্টু শ্বশুর মিষ্টি জামাই’।

পূর্ববর্তী নিবন্ধকোরবানির ঈদে শাকিবের ‘প্রিয়তমা’
পরবর্তী নিবন্ধন্যান্সির গৃহকর্মী স্বামীসহ কারাগারে