ঈদে আসছে পুলিশ বুবলীর ‘রিভেঞ্জ’

| শনিবার , ৮ জুন, ২০২৪ at ১১:১৬ পূর্বাহ্ণ

কোরবানির ঈদে মুক্তির জন্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড থেকে ‘আনকাট’ ছাড়পত্র পেয়েছে সিনেমা ‘রিভেঞ্জ’। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী ও জিয়াউল রোশান। এই সিনেমায় অভিনেত্রী বুবলীকে নতুন ধরনের চরিত্রে, নতুন লুকে পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ ইকবাল। ছাড়পত্র পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করে ইকবাল গ্লিটজকে বলেন, বুধবার সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছিল, হাতে পেয়েছি বৃহস্পতিবার। সেন্সর বোর্ড থেকে অনেকেই দেখে প্রশংসা করেছেন। তাদের মধ্যে একজন হলেন পরিচালক খোরশেদ আলম খসরু ভাই। তিনি ফোন করে সিনেমা নিয়ে কথা বললেন। নির্মাতা হিসেবে এটাই সার্থকতা। খবর বিডিনিউজের।

রিভেঞ্জ মুক্তির জন্য সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। এখন ঈদে মুক্তির পরিকল্পনা নিয়ে সেভাবেই সব কাজ চলছে। চিত্রনাট্যের ধরন এবং অভিনয় শিল্পীদের প্রসঙ্গে পরিচালক ইকবাল বলেন, ‘রিভেঞ্জ’ অ্যাকশনধর্মী সিনেমা। নাম শুনেই বোঝা যায় এটি প্রতিশোধের গল্প। বুবলি অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। এভাবে বুবলীকে আগে দর্শক কখনো দেখেননি। নায়িকার নতুন লুক ও চরিত্র দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলে বিশ্বাস করি আমি। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, কাজী হায়াৎসহ আরো অনেকে। কয়েকদিনের মধ্যে সিনেমার প্রচার শুরু হবে বলেও জানিয়েছেন নির্মাতা।

পূর্ববর্তী নিবন্ধবড় ম্যাচে আজ মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
পরবর্তী নিবন্ধসিনেপ্লেক্স নির্মাণ করছেন ডিপজল