ঈদে বাসা ফাঁকা রেখে ঢাকা ছেড়ে গেলে দামি স্বর্ণালংকার কাছাকাছি থাকা আত্মীয়-স্বজনের কাছে রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গতকাল সোমবার ডিএমপি সদর দপ্তরে মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।
প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য নগরবাসীর অনেকেই গ্রামের বাড়িতে যান। এ সময় তাদের বাসা-বাড়ি ফাঁকা থাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ার বিষয়টি সভায় তুলে ধরেন পুলিশ কমিশনার। তিনি বলেন, এ সময় যেন কোনো ধরনের অঘটন না ঘটে, এজন্য বাসা-বাড়ির নিরাপত্তা প্রহরীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে ঢাকা ত্যাগ করা নগরবাসীকে দামি স্বর্ণালংকার পার্শ্ববর্তী আত্মীয়-স্বজনের নিকট রেখে যাওয়ার পরামর্শ দেন শফিকুল ইসলাম। খবর বিডিনিউজের।
ঈদের আগে ‘অজ্ঞান পার্টি’ ও ‘মলম পার্টির’ তৎপরতা ঠেকাতে টহল দলকে সতর্ক করে প্রয়োজনে স্পেশাল টিম করে তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন পুলিশ কমিশনার।












