প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন ফিনল্যান্ডের পক্ষ থেকে আলোচনা সভা, সালাতু সালাম ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছেঅ। সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার দিক নির্দেশনায় অনুষ্ঠিত সমাবেশে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন ফিনল্যান্ড শাখার আহবায়ক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট এন্ড ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক গোলাম মাওলা (হিমেল)। এতে আরো উপস্থিত ছিলেন ফিনল্যান্ড শাখার অন্যতম নেতা আরমান, তানজিন রিমন, মো. জনি আহমেদ, গোলাম সোবাহান মাহিন এবং নাহিদ হাসান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দয়াময় আল্লাহতাআলার সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুণ–জ্ঞান সকল কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সবোর্চ্চ ঈদ ঈদে আজম। প্রেস বিজ্ঞপ্তি।
 
        
