বিরতিহীনভাবেই চলছে আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশের (একেএমবি) সেবাধর্মী কাজ। দুই মাসেই মধ্যে সংস্থার ৩টি ত্রাণ টিম সিলেটের হবিগঞ্জ, সুনামগঞ্জে ও নেত্রকোনায় প্রায় ৩ হাজার বানভাসী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। সীতাকুণ্ড বিএম ডিপোতে স্মরণকালের ভয়াবহ বিস্ফোরণ ট্রাজেডি ও আকবর শাহ পাহাড় ধসের ঘটনার একেএমবি সেবা ছিল অন্যন্য। পবিত্র কোরবানির ঈদ উপলক্ষে রোববার অসহায় পাহাড়ি মুসলিম মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ কোরবানির মাংস নিয়ে যাচ্ছে একেএমবির একটি টিম।
সেই লক্ষ্যে সবাইকে একেএমবির পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছে সংগঠনটি। তারা বলেন, আপনিও হতে পারেন একেএমবির মানবিক কার্যক্রমের গর্বিত অংশীদার। সামর্থ্যানুযায়ী সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসুন। আপনার সামান্যতম অবদান হয়তো একজন অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারে। মানবিক বন্ধুদের নিজ নিজ অবস্থান থেকে একেএমবি ফান্ড শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেন একেএমবির চেয়ারম্যান কাজী জসিম উদ্দীন ও সচিব (ভারপ্রাপ্ত) স ম হামেদ হোসাইন।