ঈদের সিনেমায় একসঙ্গে বুবলী-তমা

| বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ৭:৩২ পূর্বাহ্ণ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বড় পর্দায় বেশকিছু সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। একই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মগুলোও সাজছে নতুন সিনেমায়। ডিজিটাল প্ল্যাটফর্মে ঈদে চিত্রনায়িকা বুবলী হাজির হতে যাচ্ছেন ‘ফ্লোর নম্বর ৭’ নিয়ে। এতে তার বিপরীতে দেখা যাবে নবাগত অভিনেতা রাজ মানিয়াকে। খবর বাংলানিউজের।
রাজের এটি প্রথম অভিনয় হলেও দেশীয় বেশ কিছু ব্র্যান্ডের মডেলিং করে তিনি পরিচিত মুখ। রায়হান রাফি পরিচালিত চরকি অরিজিনাল সিনেমাটিতে আরো অভিনয় করছেন চিত্রনায়িকা তমা মির্জাও। ‘ফ্লোর নম্বর ৭’র বিশেষ চমক নিয়ে হাজির হচ্ছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। সেই সঙ্গে সুমন আনোয়ারসহ আরও অনেককেই দেখা যাবে সিনেমাটিতে। বর্তমানে এর শুটিং চলছে।
চলতি বছরের জানুয়ারিতে চরকিতে মুক্তি পেয়েছিল রাফির সিনেমা ‘টান’। এর মাধ্যমে ওটিটিতে অভিষেক ঘটে বুবলীর। এবার এই একই নির্মাতার নতুন সিনেমায় দেখা যাবে ‘বীর’খ্যাত তারকাকে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়াকে একটি মডেল উপজেলার রূপ দেয়া হবে : হুইপ সামশুল
পরবর্তী নিবন্ধটিভিতে মুক্তি পাচ্ছে ঐশীর দুই চলচ্চিত্র