কাবিলপুর গ্রামের লাইজু নামের একটি মেয়ের হারিয়ে যাওয়ার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘লাইজু’। খবর বিডিনিউজের।
নাটকটি নির্মাণ করেছেন এ কে পরাগ, এর প্রধান তিন চরিত্রে দেখা যাবে সাদিয়া আয়মান, মুশফিক আর ফারহান ও শরাফ নাটকের গল্প নিয়ে বিজ্ঞপ্তিতে পরিচালক পরাগ বলেছেন, নাটকের গল্প শুরু মাইকে একটি ঘোষণার মধ্য দিয়ে।
যে ঘোষণায় বলা হয় লাইজু নামের একটা মেয়ে হারিয়ে গিয়েছে। মেয়েটি ঠিক মত কথা বলতে পারে না। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পায় তাহলে কাবিলপুর বাজারে চিশতী ফকিরের কাছে তাকে যেন পৌঁছে দেয়। পরাগ বলেন, অনেকদিন পর লাইজু গ্রামে ফিরে আসে।
কিন্তু তাকে কেউ ভূত মনে করে। কেউ পাগল ভাবে। চলতে থাকে লাইজুকে ঘিরে গ্রাম্য রাজনীতি, কুসংস্কার। পরাগ বলেছেন, গ্রামীণ জীবনের জটিল গল্প, বাস্তব চিত্র যাতে তুলে ধরা যায় সেই চেষ্টা তিনি ‘লাইজুতে’ করেছেন। নাটকে হাস্যরসের পাশাপাশি প্রেমের গল্পও উঠে এসেছে। ঈদে দর্শকদের জন্য এটা দারুণ একটা কনটেন্ট হতে পারে। নাটকটি দেখা যাবে সিএমভির ইউটিউব চ্যানেলে। প্রতিষ্ঠানটির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, ঈদে প্রায় ২০টি নাটক আসছে এই চ্যানেল থেকে। যা প্রচার শুরু হবে ঈদের আগের রাত থেকে।