চট্টগ্রামের কর্ণফুলীর শাহ আমানত সেতুতে দীর্ঘ যানজট দেখা গেছে। সেতুর বাকলিয়া (নতুন ব্রিজ) এলাকা থেকে মইজ্জ্যারটেক টোল প্লাজা এলাকাজুড়ে যানবাহনের চাপ বেড়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) সকালে শাহ আমানত সেতু প্রান্তে এ দৃশ্য দেখা গেছে। এতে যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েছেন।
শাহ আমানত সেতুর টোলপ্লাজার এডমিন সহকারী সুমন ঘোষ বলেন, শুক্রবার শাহ আমানত সেতুতে যানবাহনের চাপ এমনিতেই বেশি থাকে, তার মধ্যে আবার ঈদের ছুটি। ফলে সেতুতে যানবাহনের চাপ অন্য দিনের তুলনায় অনেক বেড়েছে।