ঈদের দিন বাঁশখালীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

বাঁশখালী প্রতি‌নি‌ধি

জায়গা নিয়ে বিরোধ | বুধবার , ৪ মে, ২০২২ at ১২:৩৬ অপরাহ্ণ

ঈ‌দের দিনেও সংঘর্ষ রোধ করা গেল না । ঈ‌দের নামায পড়েই পূর্ব শত্রুতার জের ধরে বাঁশখালী উপজেলার ছনুয়ায় দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

তার ম‌ধ্যে গুরুতর আহত অবস্থায় ৬ জন‌কে চ‌ট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে। ত‌বে মঙ্গলবার সন্ধ‌্যায় এ রি‌পোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়‌নি ব‌লে জানান বাঁশখালী থানার ও‌সি মো. কামাল উ‌দ্দিন ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জায়গা জমি নিয়ে আগে থেকেই দু’পক্ষের মধ্যে বিরোধ ছিল। এই বিরোধের জেরে আগেও তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলাও হয়েছিল।

মঙ্গলবার সকালে ছনুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শেলবন গ্রামের ছালে আহমেদ শিকদার জামে মসজিদে ঈদ জামাত শেষে বাড়ি ফেরার পথে তর্কাতর্কি হয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে আবার সংঘর্ষ লেগে যায়। সংঘর্ষে ১০ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েয়ে। সংঘ‌র্ষের ঘটনায় আহতরা হলেন- মোহাম্মদ কবির (৫৩), রফিকুল ইসলাম (৪৫), ইরফান (১৮), নুরুল আলম (৩০), মো. জোবায়ের (২১), শামসুল আলম (৭৫), হুমাইরা বেগম (২১), তানজিনা আক্তার (১৯), মো. নোমান (২০) ও কলিম উল্লাহ (২০)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হীরক কুমার পাল বলেন, আহতাবস্থায় ১০ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। আঘাত গুরুতর হওয়ায় আমরা ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। বাকি ৪ জনকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধউত্তর কাট্টলীতে ঘরের ছাদ ধসে ঘুমন্ত কিশোরের মৃত্যু
পরবর্তী নিবন্ধচকরিয়ায় যাত্রীবাহী বাস উল্টে নারী নিহত