ঈদের তিন নাটকে অভিনয় করছেন রাশেদ সীমান্ত। নাটক তিনটির গল্প লিখেছেন টিপু আলম মিলন। প্রচার হবে বৈশাখী টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায়। এর মধ্যে দুটি ৭ পর্বের ধারাবাহিক ও একটি একক নাটক। ধারাবাহিক দুটি হলো ‘হোটেল ফাইভ স্টার’ ও ‘ঈদ টুর্নামেন্ট’ এবং একক নাটক ‘ফূর্তির ফসল’।
ফরিদুল হাসানের পরিচালনায় ‘হোটেল ফাইভ স্টার’ নাটকে রাশেদ সীমান্তের সাথে আরো অভিনয় করেছেন অহনা রহমান, ওলিউল হক রুমি, ডা. এজাজ। তারিক মুহাম্মদ হাসানের পরিচালনায় ‘ঈদ টুর্ণামেন্ট’ নাটকে রাশেদ সীমান্তের সাথে অভিনয় করেছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, মিহি, ওলিউল হক রুমি, শফিক খান দিলু এবং সাজিন আহম্মেদ বাবুর পরিচালনায় ‘ফূর্তির ফসল’ নাটকে তার সাথে আছেন তানজিকা আমিন, শহীদুজ্জামান সেলিমসহ আরো অনেকে।
রাশেদ সীমান্তর নাটকের ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। বৈশাখী টিভিতে প্রচারিত ‘মধ্য রাতের সেবা’ নাটকের মাধ্যমে পরিচিতি পান এই অভিনেতা। পেশাগত জীবনে তিনি বৈশাখী টেলিভিশনের মার্কেটিং ইনচার্জ। রাশেদ সীমান্ত বলেন, আমি কাজ করি বেছে বেছে। বরাবরই ভালো গল্পে কাজ করার চেষ্টা করি। যেন আমাদের নাটক পরিবারে সবাই মিলে একত্রে দেখতে পারেন। এবারের ঈদের নাটক তিনটি একেবারেই ব্যতিক্রম।