ঈদের ছুটিতে বরাবরের মতো এবারও বিনোদনপ্রেমীদের আগ্রহের শীর্ষে চট্টগ্রামের ফয়’সলেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক। লেকের শেষ প্রান্তে আছে পানির রাজ্যে বিচরণের রোমাঞ্চকর স্থান ‘সি ওয়ার্ল্ড’ বিকেলে হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে।
ঈদ উল আযহায় উৎসব উপলক্ষ্যে কনকর্ড ফয়স লেক কমপ্লেক্সের কর্তৃপক্ষ বাড়তি প্রস্তুতি নিয়েছিল দর্শনার্থীদের বরণ করর নেওয়ার জন্য। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে প্রথম দুদিন দর্শনার্থীদের আগমনে কিছুটা বাধাপ্রাপ্ত হয়, তবে সময়ের সাথে আগত দর্শনার্থীর সংখ্যা কিছুটা বাড়তে থাকে। ঈদের তৃতীয় দিন আবহাওয়া অনুকূলে থাকায় সকাল থেকেই ওয়াটার পার্ক সী ওয়ার্ল্ড পার্কে কিশোর কিশোরী ও তরুণ তরুণীদের ঢল নামে। বিভিন্ন প্যাকেজের মধ্যে খাবারসহ প্যাকেজগুলো কেনার আগ্রহ লক্ষ্য করা যায় বেশী।
ডিজে মিউজিকের তালে তালে সী ওয়ার্ল্ডের ওয়েভ পুল ও ড্যান্সিং জোনে নাচে গানে মুখরিত রাখে দর্শনার্থীদের। ফয়’স লেক এ্যামিউজমেন্ট পার্কে সন্ধ্যার আয়োজনে ছিল কনসার্ট। অ্যামিউজমেন্ট পার্ক পরিচালনাকারী কনকর্ডের উপ–ব্যবস্থাপক (বিপণন) বিশ্বজিৎ ঘোষ জানান, সকলের প্রতি আহবান আগত দর্শনার্থীরা কেউ যেন কারো আনন্দে ব্যাঘাত না ঘটান। সকলেই স্বাধীনভাবে ঈদের আানন্দ উপভোগ করতে যেন সকলকে সহযোগিতা করতে পারে। প্রকৃতির সান্নিধ্য উপভোগ করার জন্য অনেকেই নৌকাযোগে লেক ভ্রমণকেই বেছে নিচ্ছেন। সর্বোপরি বলা যায় আবহাওয়া ভালো থাকা নির্মল বিনোদনের আয়োজন পর্যাপ্ত নিরাপত্তার কারণে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটছে। প্রেস বিজ্ঞপ্তি।












