ঈদের ছুটিতে চট্টগ্রামের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত খোলা

| বুধবার , ১৯ এপ্রিল, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

পবিত্র ঈদউল ফিতর উপলক্ষে চট্টগ্রামের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে জরুরি বিভাগ, অন্তঃবিভাগ ও বহিঃবিভাগ আগামী বৃহস্পতিবার থেকে সোমবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া, বিধিমতে উন্নতমানের খাবার পরিবেশন ও নির্ধারিত সরকারি ছুটির দিনসমূহে জরুরি পরিস্থিতি মোকাবেলায় মেডিকেল টিম প্রস্তুত রাখা হবে। জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রোগ্রাম অর্গানাইজার গাজী মো. নুর হোসেন গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে গত সোমবার অনুষ্ঠিত স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। খবর বাসসের।

সভায় চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মহিউদ্দিন বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবার মান অনেকদূর এগিয়ে গেছে। সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে পল্লী এলাকার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী সেবা পাচ্ছেন। ফলে সেবা গ্রহণকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসকনার্স ও কর্মচারীদেরকে আরও আন্তরিক হতে হবে। তিনি বলেন, যথাসময়ে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতসহ হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক ও রোগীর বেডবিছানাগুলো সবসময় পরিষ্কারপরিচ্ছন্ন রাখতে হবে। সরকারের পরিপত্র অনুযায়ী কমিউনিটি ক্লিনিকগুলোর সুপারভিশন ও মনিটরিং আরও জোরদার করতে হবে। ডাক্তার ও কর্মচারীদেরকে কর্মস্থলে থেকে জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। এর ব্যত্যয় ঘটতে পারবে না।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভি, সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার, এমওসিএস ডা. মো. নওশাদ খান ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. এফ.এম জাহিদুল ইসলাম। জেলার ১৫ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ও কর্মচারীগণ সভায় উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম চালু, জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসাসেবা চালু রাখাসহ ডিউটি রোস্টার অনুযায়ী চিকিৎসককর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে বুধবার (আজ) থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোল রুম (ফোন নম্বর০২৩৩৩৩৫৪৮৪৩) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপার্লামেন্টের তদন্তের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক
পরবর্তী নিবন্ধপদ্মা সেতুর ব্যয় বাড়ছে আরও ২৫০০ কোটি টাকা