ঈদের ছুটিতে গ্রামে এসে পুকুরে ডুবে মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২২ মার্চ, ২০২৫ at ৯:৫১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় পুকুরে ডুবে আবেদ বিন আবছার (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দিঘীতে এই ঘটনা ঘটে। আবেদ একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৌলভী পাড়ার নুরুল আবছারের পুত্র ও নগরীর বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র। নুরুল আবছার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। তিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

স্থানীয়রা জানায়, তারা সপরিবারে চট্টগ্রাম নগরীতে থাকে। ঘটনার দিন সকালে ঈদ উপলক্ষে পরিবারের সবাই গ্রামের বাড়িতে আসেন। স্থানীয় জামে মসজিদে দাদার সাথে আবেদ জুমার নামাজও আদায় করেছে। এরপর পরিবারের সকলের অগোচরে আবেদ ও তার জমজ ভাইসহ ৩ চাচাতো ভাই মিলে পার্শ্ববর্তী সিকদার দিঘীতে গোসল করতে যায়। তাদের মধ্যে কেউই সাঁতার জানতো না। খেলাচ্ছলে আবেদ ও তার এক চাচাতো ভাই দিঘীর গভীরে চলে যায়। তাদের শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে চাচাতো ভাইকে জীবিত ও আবেদকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঈদ করতে গ্রামের এসে কিশোরের মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। রাতে নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআড়াইশ মানুষের মাঝে সতেজের খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধহিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ পালন