কে এসেছে কে এসেছে
খুশির জোয়ার বয়,
ঈদ এসেছে ঈদ এসেছে
একফালি চাঁদ কয়।
খোকাখুকি দিচ্ছে উঁকি
করছে কত ঢং,
ঝিকিমিকি চাঁদের আলোয়
লাগছে মনে রং।
চুপিচুপি কেউ যে আবার
কষছে কত ছক,
আঁকবে খোকা ওই বাঁকা চাঁদ
খোকার হাতে চক।
আজ নাহি কাজ পড়াতে ভাঁজ
শুধুই কারুকাজ,
চাঁদ উঠিবে হাতে হাতে
মেহেদিরই সাজ।