নতুন রঙের চাঁদ উঠেছে
দূর পাহাড়ে ঘেঁষে
নীল আকাশের দেশে,
কে দেখেছে, কে দেখেছে
দীঘির জলে ভেসে
শাপলা ওঠে হেসে?
খুকুমণি চাঁদের পানে
মন ছুটে যায় খুশির গানে,
চাঁদ উঠেছে, কে ছুটেছে
খুকুমণি সেই, ঈদের খুশিতেই।
মেহেদী মেখে দুহাত এঁকে
খুকুমণি যে, আর খুশিতে কে?
ঈদের নামাজ আদায় করতে
খোকা চলেছে, সঙ্গে তার কে
টুপি,পাঞ্জাবি পরে বাবা
পিছু ধরেছে।