ঈদের চাঁদের হাসি

নকুল শর্ম্মা | বুধবার , ২৮ মে, ২০২৫ at ৯:৫৮ পূর্বাহ্ণ

ঈদের খুশি হাসছে দেখো

বাঁকা চাঁদের ঠোঁটে,

কোথায় তোরা খোকাখুকু?

দেখবি আয় রে ছুটে।

 

আর দেরি নয় রাত পোহালেই

ঈদের খুশির দিন।

খোকাখুকুর মন খুশিতে

নাচছে তা ধিন ধিন।

 

মায়ের কাছে বায়না খোকার

বলছে চুপিচুপি,

ঈদগাহেতে যাবে খোকা

মাথায় পরে টুপি।

 

তাইতো খোকা পোশাক পরে

গায়ে আতর মেখে,

দাদুর সাথে চলছে খোকা

খেলাধূলা রেখে।

পূর্ববর্তী নিবন্ধবাঁকা চাঁদের হাসিতে
পরবর্তী নিবন্ধনাচে ফুল পাখিরা