নতুন পোশাক পরে সবাই
নামাজ পড়তে ছোটে
ধনী গরীব এক কাতারে
ঈদগাহেতে জোটে।
সবার মাঝে জাগে প্রীতি
জাগে ভালোবাসা
তারি পরশ পেয়ে মনে
সুখটি বাঁধে বাসা।
সে সুখেরই রেশটি থাকুক
সারা বছর ধরে
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক
সবার ঘরে ঘরে।
বিভাস গুহ | বুধবার , ২৮ মে, ২০২৫ at ৯:৫৯ পূর্বাহ্ণ