নজরুলের ঐ গানের সুরে ঈদের খবর আসে –
খোকাখুকির আনন্দ আজ ভাসছে আসে পাশে।
ঈদের দিনে আনন্দ মনে, নতুন জামা গায়,
প্রতিবেশীর আনন্দ বার্তা একটু যেনো পাই।
ভাই বেরাদর, বন্ধু স্বজন, আত্মীয়দের সাথে–
সেমাই, ফিরনি, কোর্মা পোলাও খাবো একই পাতে।
হিংসা বিদ্বেষ হানাহানির থাকবে নাতো রেশ
ধনী গরীব একই সাথে আড্ডা জমবে বেশ।
এক কাতারে নামাজ পড়বো, আমরা ভাই ভাই
প্রতিবেশী বন্ধুদেরও আনন্দ ভাগ পাই।
নতুন জামায় ঈদ হবে আজ মজুর শ্রমিক ভাই
একই বাক্যে খুশির জোয়ার জাত ভেদাভেদ নাই।